শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

কমলগঞ্জে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন




কমলকুঁড়ি রিপোর্ট :
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১১ আগস্ট) উপজেলার মুন্সীবাজারের হরিশ্বরন পুজামন্ডপে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রামকৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে ও শিক্ষক দেবাশীষ মালাকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি জ্যোর্তিময় চক্রবর্তী লিটন, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার পাল নান্টু, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব মহাজোটের যুগ্ম মহাসচিব ডা. অসীম চৌধুরী, সদর উপজেলা শাখার সভাপতি স্বপন চক্রবর্তী।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে সর্ব সম্মতিক্রমে রামকৃষ্ণ মল্লিককে সভাপতি ও সুশিতল দেবকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কমলগঞ্জ উপজেলা শাখা গঠন করা হয় এবং আগামী এক মাসের ভিতরে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।