বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলে উপনয়ন সংস্কার ও সমাবর্তন অনুষ্ঠান



 

কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেবনাথ সম্প্রদায়ের ৪৩ জনকে উপনয়ন সংস্কার ও সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের যোগীগুরু মোহন্ত শিবনাথজি।

শনিবার ২৪ ফেব্রুয়ারি খন্দকারগুল গ্রামে যোগী সম্মেলনী শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে উপনয়ন সংস্কার বাস্তবায়ন কমিটির আহবায়ক গৌতম দেবনাথ এর সভাপতিত্বে ও সদস্য সচিব জয়ন্ত দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আচার্য্য গুরু শ্রীকান্ত গোস্বামী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারতের প্রাক্তন এমএলএ প্রণব কুমার নাথ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী ভানু লাল রায়, অধ্যাপক শ্রী রাকেশ চন্দ্র শর্মা, এডভোকেট প্রহল্লাদ দেবনাথ, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন ও এডভোকেট কানাই লাল দেবনাথ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যোগী সম্মেলনীর শুধাংশু রঞ্জন দেবনাথ, পূর্নেন্দু দেবনাথ, ডা. পীযুষ দেবনাথ ও স্বপন দেবনাথ গোপাল, শৈব যোগী সংঘের অরবিন্দু দেবনাথ সহ আরো অনেকে।

৫ দিনব্যাপি কর্মসূচির মধ্য ছিল কালী পুজা, শুভ অধিবাস, আভ্যুদায়িক শ্রাদ্ধ, বিষ্ণু পুজা, রুপসী ব্রত, হোমযজ্ঞ, ব্রহ্ম গায়ত্রী প্রদান হুদ্রাগৃহে প্রবেশ, নগর পরিক্রমা অন্তে দন্ড বিসর্জন, সমাবর্তন আলোচনা ও প্রসাদ বিতরণ।
উপনয়ন সংস্কার অনুষ্ঠানে সিলেট বিভাগের দেবনাথ সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।