বুধবার, ৪ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

কমলগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস পালন




কমলকুঁড়ি রিপোর্ট
“পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ পালন করা হয়েছে।
সোমবার সকালে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস এর আয়োজনে বর্নাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান, বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজয়ান, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা  পরিসংখ্যান অফিসার (প্রশাসন) চঃ দাঃ আনোয়ারুল হক।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেনিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।