শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

ব্যতিক্রমী উদ্যোগ : কমলগঞ্জে বন পাহারাদাররা পেল বাইসাইকেল



কমলকুঁড়ি রিপোর্ট

সংরক্ষিত বনভূমি রক্ষা কল্পে নিয়মিত টহল জোরদার এর জন্য বন পাহারাদারা পেলন বাইসাইকেল। এরকম এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে সিলেট বন বিভাগ মৌলভীবাজারের কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জ অফিস।

সোমবার ১৬ জানুয়ারি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে সুফল প্রকল্পের আওতায় (সিএফএমসি) বন পাহারাদারদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ১৪ জন বন প্রহরীকে ১৪টি বাইসাইকেল দেয়া হয়। অতিথি হিসাবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন সহকারী বন সংরক্ষক ও রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা মো.নাজমুল আলম।
এসময় উপস্থিত ছিলেন সহযোগী রেঞ্জ কর্মকর্তা নজরুল ইসলাম, বিট কর্মকর্তা আব্দুল মন্নান, বিট কর্মকর্তা রামেস্বর গড়, সিএনআর এর প্রতিনিধি মো. নজরুল ইসলাম, বন বিভাগের আরমান আলী, সিএফএমসি সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দ।