শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আগামী ১৮ ডিসেম্বর বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন



কমলকুঁড়ি রিপোর্ট


বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ১৮ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে দেশের ১৬৫টি চা বাগানের ১২ টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
২২ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের শ্রীমঙ্গলে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন সাব কমিটির আহবায়ক মো. আতাউর রহমানের কাছে জাকারিয়া- আমিন পরিষদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এসময় নির্বাচন সাব কমিটির সদস্যসচিব মোঃ আব্দুল বশির, সদস্য সুবাস সিংহ, মোঃ ছালিক মিয়া, বিপিন উপাধ্যায় উপস্থিত ছিলেন।
নির্বাচন সাব কমিটির আহবায়ক মো. আতাউর রহমান জানান- দেশের ১৬৫টি চা বাগানের ১২ টি কেন্দ্রের মাধ্যমে প্রায় আড়াই হাজার ভোটারগণ ভোট প্রদান করবেন। তফসিল অনুয়ায়ী চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৫ নভেম্বর, মনোনয়নপত্র বিতরণ ১৭-২১ নভেম্বর, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২২ নভেম্বর এবং মনোনয়নপত্র বাছাই ২৪ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ২৫ নভেম্বর, চুড়ান্ত ভোটার বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২৭ নভেম্বর এবং ভোটগ্রহণ ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মোট ৮টি পদে কেন্দ্রে ৯জন প্রার্থী নির্বাচিত হবেন। জাকারিয়া- আমিন পরিষদের মনোনয়নপত্র ২২ নভেম্বর বিকেল ৪ ঘটিকায় দাখিল করেছেন
সভাপতি আলহাজ্ব জাকারিয়া, সহ-সভাপতি ২জন, শেখ কাওছার আহমেদ, কংকন জ্যেতি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক তালুকদার মোঃ আমিনুর রহমান আমিন, সহ-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গঙ্গেশ রঞ্জন দেব, কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাশ, প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক ইব্রাহিম মিয়া সোহেল এবং শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান রাসেল।