বুধবার, ৪ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

১২০ পিচ ইয়াবাসহ আটক ১



 জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারে ১২০ পিস ইয়াবাসহ ফজিলত খাঁ (৬০) নামে একজনকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার এসআই সুশান্ত পাল সঙ্গীয় এএসআই রেজাউল করিম, এএসআই সুখলাল দাসসহ পুলিশের একটি টিম ১৩ নভেম্বর রাতে সদর উপজপলার মনুমুখ ইউনিয়নের বাউরবাগ গ্রামে আসামি ফজিলত খা’র বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে ফজিলত খা’র দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির কোছা থেকে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ১২০ পিছ ইয়াবাসহ উদ্ধারপুর্বক জব্দ করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশনা মোতাবেক মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।