বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্টিত



ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ


শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে।
শনিবার( ২৭) আগস্ট সকাল ১০ ঘটিকায় দেববাড়ি সড়কের সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে এ মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রিক্তা গমেজ আর এন ডি এম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি ডি সিলেট ধর্ম প্রদেশ এর বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কারিতাসেরর আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা।
উপস্থিত ছিলেন সিস্টার সুপ্রীতি বিবিয়ানা আর এন ডি এম,( প্রধান শিক্ষক সেন্ট মার্থাস কিন্ডারগার্টেন), ফাদার মৃণাল ম্রং (সহকারী অধ্যক্ষ নটরডেম স্কুল এন্ড কলেজ), শিক্ষক প্রতিনিধি জগদীশ পুরকায়স্থ সজল ও শুভ্রা দে, অভিভাবক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ূন কবির চৌধুরী এবং রনি সরকার। মনাই উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আল আমিন স্বাধীন, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের প্রদর্শনীগুলো ঘুরে দেখেন অতিথি ও অভিভাবকরা।
বিজ্ঞান মেলা ঘুরে দেখা গেছে, বিজ্ঞান প্রজেক্ট ছিল ৭৮ টি, খাবার স্টল ছিল ৫ টি, চারুকলা স্টল ছিল ২ টি। মোট ৮৫ টি প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা দিচ্ছে তাদের মেধার পরিচয়।