শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

“তুমি সন্ধ্যার মেঘমালা”



কমলকুঁড়ি রিপোর্ট

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ৮১তম প্রয়াণ দিবস উপলক্ষে সবুজবাগ ম্যারাথন গ্রুপ কর্তৃক ‘‘তুমিই সন্ধ্যার মেঘমালা’’ শীর্ষক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ ৬ আগষ্ট ২০২২ শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহসিন অডিটোরিয়ামে সুরের ভেলা মৌলভীবাজার এর আয়োজনে ও সবুজবাগ ম্যারাথ গ্রুপ (এসএমজি) এর সার্বিক সহযোগিতা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা ও যুক্তরাজ্যের নুরুল ইসলাম।
বাইশে শ্রাবণ, বাংলা সাহিত্যের এক প্রজ্বলিত নক্ষত্রের নিভে যাওয়ার দিন।শ্রাবণঢলের ন্যায় সবকিছুকে ভাসিয়ে মহাবিশ্বের স্রোত ধরে এই দিনে প্রয়াণের ভেলায় চড়ে যিনি ছেড়ে গেছেন এ বিশ্বলোক, তিনি আমাদের প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
কবি চলে গেছেন যতোখানি, তারচেয়ে বেশি থেকে গেছেন গানে, সুরে, কবিতায়, নাটকে, কাব্যগাঁথায়।
কবি ৮১তম প্রয়াণ দিবসে গভীরশ্রদ্ধা।