বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলে ‘ভিশন-২০৪১ স্মার্ট আইসিটি ডিভিশন’ পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 



কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ভিশন-২০৪১ স্মার্ট আইসিটি ডিভিশন’ পরিকল্পনা প্রণয়ন বিষয়ক ৬দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।
২২ জুলাই শুক্রবার  শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্ট এর ভিআইপি হলরুমে আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব জিয়াউল আলম পিএএ সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব রনজিৎ কুমার, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক খাইরুল আমিন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. জাহিদ আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিএসবি) এবি এম. মুজাহিদুল ইসলাম-পিপিএম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনসহ আইসিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেন, ২০৪১ সালের মধ্যে আত্মনির্ভরশীল টেকসই বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা ২০২১ সাল যেভাবে সফল করেছি ৪১ সালেও আমরা একটা উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক, বুদ্ধিদীপ্ত সাশ্রয়ী টেকসই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনারা সবাই সাহসী যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করবেন।