শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট

চলমান অতিবৃষ্টি ও ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলায় মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
রোববার ১৯ জুন বিকাল ৩টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামভজন কৈরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানসহ জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ।
এর আগে আব্দুস শহীদ এমপি দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে সাম্প্রতিক বন্যা পূর্ববর্তী প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।
শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়ের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ, চিকিৎসক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।