শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলে কাল নাগিনী উদ্ধার



শ্রীমঙ্গল প্রতিনিধি:
বাংলাদেশের সবচেয়ে পরিচিত একটি সাপ কাল নাগিনী শ্রীমঙ্গলের একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে

শুক্রবার (২৭ মে)সকাল ১০টায় শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের জুয়েল কানুর বাসায় কাল নাগিনী সাপ দেখে পরিবারের লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবকে খবর দিলে, সজল দেব বাসায় এসে সাপটিকে উদ্ধার করেন।
সজল দেব জানান, সাপটি উদ্ধার করে বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
তিনি আরো জানান, সিলেটের চা বাগানসহ মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে সাপটির দেখা মিললেও বর্তমানে তেমন দেখা যায় না। তবে গভীর বনে এদের দেখা মিলে। এদের দৈর্ঘ্য ১০০ থেকে ১৭৫ সেন্টিমিটার পর্যন্ত হয়। মাথা লম্বা ও চ্যাপ্টা এবং মুখের সামনের দিকে চৌকোনা আকৃতির। এদের দেহের রঙ পিঠের দিকে সবুজ। আবার হালকা সবুজ রঙের এবং কালচে ডোরাকাটা। ঘাড় থেকে লেজের ডগা পর্যন্ত মেরুদ- বরাবর কমলা রঙের এবং লাল দাগ দেখা যায়।