বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ।। সভাপতি ডা. হরিপদ রায়, সম্পাদক শ্রীপদ দেব নির্বাচিত



কমলকুঁড়ি রিপোর্ট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে অনুষ্টিত সম্মেলনের শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রী ভানুলাল রায়।
শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের শাখার সভাপতি শ্রী স্বপন রায়ের সভাপতিত্বে  ও সুদীপ দাস রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক শ্রী আশু রঞ্জন দাশ। প্রধান বক্তা  ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শ্রী মহিম দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শ্রী অর্ধেন্দু কুমার দেব বেভুল, মহিলা ভাইস চেয়ারম্যান  মিতালী দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার আহবায়ক শ্রী দ্বিজেন্দ্র লাল রায়, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী নকুল চন্দ্র দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাবেক সভাপতি শ্রী অজয় কুমার দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. হরিপদ রায়, মৌলভীবাজার পূজা উদযাপন পরিষদ জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য শ্রী জহর তরপদার, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সভাপতি শ্রীযুক্তা জয়শ্রী চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সম্পাদক শ্রী ছোটন চৌধুরী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  শ্রী অয়ন চৌধুরী।
এসময় উপজেলার ৯ টি ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদকগণসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে কাউন্সিলর অধিবেশনে সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক শ্রীপদ দেব নির্বাচিত হন।