বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন



কমলকুঁড়ি রিপোর্ট
২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়  যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২টা ১ মিনিটে  কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কমলগঞ্জ থানা, পৌরসভা, প্রেসক্লাব, কমলগঞ্জ  রিপোর্টার্স ইউনিটি, মনিপুরি ললিতকলা একাডেমি, সমকাল সুহৃদ সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
সোমবার  প্রভাত ফেরী বের হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা  ইউএনও আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
দুপুরে শিববাজারস্থ মনিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে আলোচনাসভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান  নাটক, আবৃত্তি,  রচনা, নান্দনিক হাতের লেখা প্রতিযোগিতা। কবি শুভাশিস সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. রনজিত সিংহ। শ্যামা কান্ত সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,  বীর মুক্তিযোদ্ধা আনন্দ কুমার সিংহ, আদিবাসী নেতা পিডিশন প্রধান সুচিয়াং। বক্তব্য রাখেন গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ,  নির্মল এস পলাশ প্রমুখ। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন অতিথিরা।