শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত : মহসিন মিয়া পুনরায় মেয়র নির্বাচিত



কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী সার্বক্ষনিক মাঠে ছিলেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

২৮ নভেম্বর রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল পৌরসভায় মোট ভোটার ছিলেন ২০ হাজার ৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২০৪ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৮৯৫ জন। নির্বাচনে ১১টি কেন্দ্র ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১১৭৭৩ ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ৩১ টি ভোট বাতিল হয়।

নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত ফলাফল জানা গেছে, শ্রীমঙ্গল পৌরসভার বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া (নারিকেল মার্কা) ৪৫৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৫৯৮৯টি। নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক (নৌকা মার্কা) পেয়েছেন ৫৫৩২ ভোট।
এদিকে পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন মো. আলকাছ মিয়া, মো. আব্দুল জব্বার আজাদ, মো. হানিফ চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। মসুদুর রহমান মসুদ, কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, মো. ছাদ উদ্দিন ও চয়ন রায়।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর, তানিয়া আক্তার, রোকেয়া পারভীন ও শারমিন জাহান।
বর্তমান মেয়র মহসিন মিয়া পুনরায় নির্বাচিত হওয়ায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাঁর বাসায় এসে শুভেচ্ছা জানান।