বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

মৌলভীবাজার জেলার বিভিন্ন মন্দিরে আর্থিক অনুদানের চেক প্রদান



কমলকুঁড়ি রিপোর্ট

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়) অধীনে শারদীয় দূর্গাপুজা উপলক্ষ মৌলভীবাজার জেলায় বিভিন্ন মন্দিরে ও অস্বচ্ছল ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার ১৩ অক্টোবর দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান আনুষ্ঠানিকভাবে এসব অনুদানের চেক বিতরণ করেন।


এদিকে কমলগঞ্জ উপজেলা পরিষদ হলে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। এসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ( হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট) মৌলভীবাজার জেলার সহকারী প্রকল্প পরিচালক সুবাস চন্দ্র সরকার বলেন, মৌলভীবাজার জেলায় শারদীয় দূর্গাপূজার জন‍্য ১৩৯ টি মন্দিরে ৬৫০০/- টাকা করে, মন্দির সংস্কার ও মেরামতের জন‍্য ৪৪ টি মন্দিরে ২৭০০০/- টাকা করে এবং অস্বচ্ছল ব‍্যক্তিদের জন‍্য ৭০০০/- টাকা করে ৬৫ জনকে অনুদানের চেক প্রদান করা হয়।