শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে দলিত ও চা-জনগোষ্ঠীর জীবন চিত্র, আর্থসামাজিক উন্নয়ন ও মানবাধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক

দলিত ও চা জনগোষ্ঠীকে স্থায়ীভাবে বসবাসের জন্য সরকারি খাস জমি বরাদ্দ, সরকার প্রদত্ত জমি আছে ঘর নাই প্রকল্পে দলিত শ্রেণির অগ্রাধিকার নিশ্চিতে পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন দাবীতে দলিতও চা-জনগোষ্ঠীর জীবন চিত্র, আর্থসামাজিক উন্নয়ন ও মানবাধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের জেলা সভাপতি পরিমল সিং বাড়াইকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনিল কুমার মৃধার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সহসভাপতি জিডিশন প্রধান সুচিয়াং ও উন্নয়ন চিন্তক আহমদ সিরাজ।
সভায় বেকারত্ব দূরীকরণে এ জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় শিক্ষা বৃত্তি প্রদানের ব্যবস্থা, ভাষা সংস্কৃতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষায় উপজেলায় একটি সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার দাবি জানানো হয়।