বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মানবতার এক দৃষ্টান্ত ” শ্রীমঙ্গল উপজেলা সৎকার কমিটি “




কমলকুঁড়ি রিপোর্ট 

মানুষ মানুষের জন্য। শ্রীমঙ্গল উপজেলা দেহ সৎকার কমিটি এক অনন্য দৃষ্টান্ত। করোনায় আক্রান্ত হয়ে মানুষ যখন মৃত্যু বরণ করে, পরিবার থেকেও মৃত ব্যক্তিকে ও পাড়াপ্রতিবেশিরা সৎকার করতে একধরনের ভয়ভীতি পান,  সেই সব মৃত ব্যক্তিকে সৎকার করতে এগিয়ে যায় শ্রীমঙ্গল সৎকার কমিটি। পরমকরুণাময়ের নিকট ভরসা করে এক বুক সাহস নিয়ে নিঃস্বার্থ ও নিরলসভাবে সৎকার করেন মৃতব্যক্তির।

তেমনি ২১ আগষ্ট শনিবার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের পাতাড়ীগাঁও গ্রামের বন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী সমরেন্দ্র সিনহা ( ৬৫) ফুসফুসের সংক্রমণ জনিত কারনে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করলে সৎকার করেন শ্রীমঙ্গল উপজেলা দেহ সৎকার কমিটি।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা দেহ সৎকার কমিটির যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলী গের কোষাধ্যক্ষ ভানুলাল রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সনজয় রায় রাজু, কমিটির সদস্য সচিব সুদীপ দাস রিংকু, অর্জুন দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সম্পাদক ছোটন চৌধুরী,অলক পাল, কানন দেব, পরিমল পাল, দিবস মজুমদার, সুকদেব কৈরি ও মৃতের আত্মীয়স্বজন।

শ্রীমঙ্গল উপজেলা দেহ সৎকার কমিটির যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায় বলেন, দেহ সৎকার করতে ইদানিংকালে জনগণের সম্পৃক্তা কম পরিলক্ষিত হচ্ছে। তাই দেহ সৎকার করার সময় মৃত ব্যক্তির আত্মীয়স্বজন গুনগ্রাহী যারা আছেন সবাইকে এগিয়ে আসলে মৃত ব্যক্তির পরিবারের সবার মাঝে একটা সাহস যোগাবে।

সদস্য সচিব সুদীপ দাশ রিংকু কমলকুঁড়িকে জানান, কমলগঞ্জ উপজেলায় আমরা দুইজন মৃত ব্যক্তিকে সৎকার করেছি। এ উপজেলায়ও জরুরিভিত্তিতে সৎকার কমিটি গঠন করা প্রয়োজন। এর জন্য সমাজের সচেতন ব্যক্তিরা এগিয়ে আসা প্রয়োজন।
মৃত সমেরেন্দ্র সিনহাকে শ্রীমঙ্গলের পৌর শ্মশানঘাটে সৎকার করার পূর্বে মুখাগ্নির মন্ত্রপাঠ করান বাবলু আচার্য। সৎকার করেন সনজয় রায় রাজু, অর্জুন দাশ, দিবস মজুমদার, সুকদেব কৈরী।