বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

১০ মাসের শিশু কন্যা রেখে মায়ের মৃত্যু : দায় কার!



কমলকুঁড়ি রিপোর্ট 

১০ মাসের শিশু কন্যা মৃত মায়ের কাছে গিয়ে দুগ্ধ পান করার জন্য খুঁজছে, আর কাঁদছে। তার ক্রন্দনে হাসপাতালে থাকা অন্যরা কাঁদছেন। শিশুটি জানেনা তার মায়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে।

কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধর্মপুর গ্রামের মন্নান মিয়ার মেয়ে সুমী বেগমের পেটে ব্যাথা দেখা দিলে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সকালে মেডিকেল পরীক্ষা শেষ করে হাসপাতালে সাধারণ মহিলা ওয়ার্ডে নিয়ে আসলে তার অবস্থার অবনতি হয়। এ সময় সুমির মা রাহেনা বেগম ও বাবা মন্নান মিয়া ডিউটিরত ডাক্তার ও সিনিয়র নার্সদের কাছে বারবার উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার নিয়ে যাওয়ার কথা বলেন। দুপুর ১২টায় সুমির অবস্থার আরও অবনতি ঘটলে সিনিয়র নার্স ও মিডওয়াইফ একটি ইনজেকশন পুশ করেন। এরপর থেকেই সুমির আর কোন নড়াচড়া দেখা যায়নি। পরে দায়িত্বরত ডাক্তার মুন্না সিনহা এসে সুমিকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত সুমির মা রাহেনা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ের মৃত্যুর জন্য হাসপাতালের নার্স এবং ডিউটি ডাক্তারই দায়ী। আমরা তাদের বিচার চাই।’

তবে দায়িত্বরত ডাক্তার মুন্না সিনহা ও মিডওয়াইফ রত্না মন্ডল জানান, ‘মৃত রোগীর স্বজনরা আমাদের কাছে রোগীকে রেফারের জন্য বলেননি। আমাদের চিকিৎসায় কোনো ত্রুটি নেই। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করতে পারেন।’

এ বিষয়ে কমলগঞ্জ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: কবির বলেন, ‘এ ঘটনায় যদি স্বাস্থ্য কমপ্লেক্সের কেউ দায়ী থেকে থাকে, তাহলে তদন্তক্রমে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে মাত্র ১০ মাসের শিশু মাতৃহারা হওয়ায় তার ক্রন্দনে বাতাস ভারী হয়ে উঠেছে। শিশুটি আর মা মা বলে ডাকবে না। #