বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলের ৩টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার পেলেন করোনা দূর্যোগে কর্মহীনরা



 

কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩ টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার পেলেন করোনা দূর্যোগে কর্মহীন অসহায় দরিদ্ররা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার চাল ও নগদ অর্থ তুলে দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

উপজেলা প্রশাসন (দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিভাগ) এর আয়োজনে শুক্রবার (৯ জুলাই) সকাল ১১ টায় উপজেলার ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৭শ’ পরিবারকে নগদ ৫০০ টাকা ও ১শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে জি.আর চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়।

দুপুর ১২টায় কালীঘাট ইউনিয়নের ৭শ’ পরিবারকে নগদ ৫০০ টাকা ও ১শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে  চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালা।

৬নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে ৮০০ পরিবারে জি,আর চাল, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ১টি পৌরসভায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জিআর চাল ও নগদ অর্থ করোনা দূর্যোগে কর্মহীন অসহায়রা পাচ্ছেন।