মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

চুর-পুলিশ খেলা বন্ধ করুন!



।।  সাজিদুর রহমান সাজু  ।। 

লকডাউনে মানুষজন কথা শুনছে কম। একদিকে প্রশাসন,জনপ্রতিনিধি স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে সচেতনা মূলক প্রচার অভিযান করছে। অন্যদিকে টহল দিচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী। লোকজনকে বুঝানো হচ্ছে ঘরে থাকার জন্য। তাদের কাছে আপনার-আমার জীবনের দাম বেশী। তারা জীবনের ঝুঁকি নিয়ে যখন আমাদের নিরাপদে রাখার প্রানপণ চেষ্টা করছে তখন আমি-আমরা-ই প্রশাসন আর আইনশৃঙ্খলা বাহিনীকে পাহারা দিচ্ছে। কখন কোন পথ বা সড়ক দিয়ে তারা হাট বাজারে আসছে সেই খবর রাখছি। লকডাউনে এমন চুর-পুলিশ খেলা চলছে। এতে আমাদের জীবন আমরাই ঝুঁকির মুখে ঢেলে দিচ্ছি। সাথে আমার আপনার পরিবার,পরিজন,স্বজন-প্রিয়জনও করোনা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন।
শহরের তুলনায় এখন গ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এর প্রধান কারণ হচ্ছে আপনি-আমি কেউ-ই সরকারি বিধি নিষেধ মানছি না। স্বাস্থ্য বিধি মানছি না,মাস্ক পড়ছি না। এখনো সময় আছে ‘চুর-পুলিশ খেলা’ বন্ধ করে সচেতন হোন। স্বাস্থ্য বিধি মেনে চলুন, মাস্ক পড়ুন। নিজে সুস্থ থাকুন, আপনার পরিবার-পরিজনকে নিরাপদে রাখুন। #

লেখক : সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ প্রতিনিধি, দৈনিক মানবজমিন। ১০ জুলাই ২০২১ ইং।

(লেখকের ফেইসবুক থেকে)