বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মৌলভীবাজারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠ শিক্ষক- শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণ



 

কমলকুঁড়ি রিপোর্ট


মৌলভীবাজারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত ২৭ জুন রবিবার শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক সুবাস চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও ফিল্ড সুপারভাইজার মো. আজিজুল হক ও আব্দুল লতিফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না প্রমুখ।

অনুষ্ঠানে ৫ জন শ্রেষ্ঠ শিক্ষক, ১০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরষ্কার ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীদের মধ্যে পুরষ্কার  প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।