শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মন্দির ভিত্তিক গীতা স্কুল



:  মতি লাল দেব রায়  :


দিন দিন নিউ ইয়র্ক শহরে বাঙ্গালী হিন্দুদের সংখ্যা বাড়ছে সাথে সাথে এদের পরিবারে সামাজিক সমস্যা ও ডোমেস্টিক ভায়লেন্স ও বাড়ছে। নিউ ইয়র্ক শহরে বাংলাদেশ থেকে আগত অধিকাংশ হিন্দু পরিবার বাংলাদেশের নিম্ন মধ্য পরিবার থেকে এখানে এসেছেন কেউ ডিভি ভিসা কেউ পরিবারিক ভিসা ও অন্যান্য ক্যাটাগরিতে এসেছেন । সবাইকে এ দেশে টিকে থাকার জন্য বিভিন্ন রকমের পেশা বেচে নিতে হয়েছে, তার মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে ট্যাক্সি চালান, রেস্টুরেন্টে এ চাকুরী সহ বিভিন্ন চাকুরী , নিউ ইয়র্কে বাসা ভাড়া বেশী থাকায় অনেক পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যেক্তি থাকায় ঘরের গৃহিণীকে ও চাকুরী নিতে বাধ্য হন । তাই অধিকাংশ অভিবাবকরা তাদের ছেলে মেয়েদের দেখা শুনায় যথেষ্ট সময় দিতে পারেন না । এ দেশের উন্মুক্ত সমাজ ব্যেবস্থায় বিশেষ করে দক্ষিন আমেরকার দেশ থেকে আগত ভিন্ন কালচারের ছেলে মেয়েদের সংখ্যা স্কুল কলেজে বেশী হওয়ায় তাদের আচার আচরনে আমাদের দেশের ছেলে মেয়েরা খুবই প্রভাবিত হয় তাই দেখা যায় যে বিশেষ করে বাঙ্গালী হিন্দু পরিবারের ছেলে মেয়েরা যাদের অধিকাংশের নিজস্ব সনাতন ধর্ম সম্পর্কে জ্ঞ্যানের অভাবে এবং মা বাবার দীর্ঘ দিনের ফলো আপ না করার ফলে এরা ধীরে ধীরে বিজাতিয় সংস্কৃতিতে অভ্যস্থ হয়ে উঠে যা মা বাবারা প্রাথমিক অবস্থায় টের পান না । যখন টের পান তখন আর কিছু করার থাকেনা। অনেক পরিবার কে আমি জানি যাহারা মা বাবার অজান্তেই স্কুল কলেজ জীবনে মেয়েরা সাধারনত বাংলাদেশে ভিন্ন ধর্মের ছেলেদের সাথে সম্পর্কে জড়িয়ে যায় এবং পরিশেষে তাদের কোন ভাবেই প্রত্যাখ্যান করতে পারে না কারন এই সকল হিন্দু মেয়েরা যাদের ধর্মীয় চর্চার অভাব এবংবাংলাদেশিও সামাজিক বন্ধন সম্পর্কে জ্ঞ্যানের অভাব তাই তাদের মধ্যে ধর্মীয় কোন চেতনা জাগে নাই তাই কিছু কিছু বাঙ্গালী হিন্দু পরিবারের মেয়েরা অন্যান্য ধর্মাবলম্বী ছেলেদের সাথে স্কুল জীবনে মেলা মেশায় অভ্যস্থ হয়ে উঠে , এদের প্রভাব থেকে মুক্ত হওয়ার মত কোন মানসিক শক্তি থাকে না । অধিকাংশ ঘটনা শেষ হয় মা বাবারা অন্য কোন উপায় না পেয়ে মেয়েকে নিয়ে বাংলাদেশে বর খুজে বিয়ে দেন আর কিছু সংখ্যক মেয়েরা পরবর্তীতে ছেলেদের কর্তৃক প্রত্যাখত হয়ে অবিবাহিত জীবন বেচে নেওয়া ছাড়া কোন পথ থাকে না । বাঙ্গালী হিন্দু পরিবারের বাবারা যাহারা নিজে কোন ধর্মীয় চর্চা করেন না সাড়া জীবন ইচ্ছা মত চলা ফেরা করেছেন এবং বিবাহের পূর্বে অবাধ যৌনা চারে লিপ্ত ছিলেন সেই বাবা মায়ের যৌবন কালীন ব্যেক্তি জীবনের সকল অভ্যাস ছেলে এবং মেয়েরা লাভ করে । আপনি যদি আপনার ব্যেক্তি জীবনে বিবাহের পূর্বে অর্থাৎ আপনার বয়স যখন ২১-৩০ বছর ছিল তখন যে যৌন আচরন আপনি করেছেন বা যে সকল যৌন কারয্যক্রম করার ইচ্ছা পোষণ করেছিলেন আপনার ছেলে বা মেয়েরা ঠিক সেই বয়সে আপনার করা যৌন আচরন করবে যা আপনি আপনার ছেলে মেয়েদের গভীরভাবে পর্যবেক্ষণ করলে আমার কথার যথার্থতা উপলব্দ্বি করতে পারবেন । আমরা যাহারা এখন ৫০-৬৫ বছরের পুরুষ মহিলাদের শতকরা কত জন হিন্দু ধর্মের বই গীতা, রামায়ন, মহাভারত,বেদ বই গুলা পড়েছেন আমার ধারনা শতকরা ২০ জন পড়েছেন বাকিরা পড়েন নাই বা পড়তে চেষ্টা করেন নাই ।ইদানিং বাংলাদেশে অনেক হিন্দু মেয়ে অপহৃত হচ্ছে ধর্মান্তরিত হচ্ছে কিছু কিছু ঘটনায় অপহৃত মেয়েকে অপহরন কারীর কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিবারে ফিরিয়ে আনা হয়েছে , এই অপহরনের ঘটনায় সব সময় আমরা অন্য ধর্মের ছেলেদের উপর দোষ দিয়ে থাকি এবং তার প্রতিবাদ করি , ইদানিং কয়েক টি এই ধরনের অপহরনের ঘটনা নিজে পর্যালোচনা করে দেখেছি অপহরন কারী ছেলেদের দোষ আছে নিঃসন্দেহে কিন্তু অনেক হিন্দু মেয়েরা ও এর জন্য অনেকটা দায়ী কারন বাংলাদেশের হিন্দু ছেলেরা অন্যান্য ধর্মীয় ছেলেদের তুলনায় খুব কম স্মার্ট এবং আর্থিক ভাবে দুর্বল এবং তাদের মা বাবার অমতে কোন মেয়েকে ঘরে আনার মত সাহস থাকে না,অন্য দিকে বাঙ্গালী ভিন্ন ধর্মীয় ছেলেরা আর্থিক ভাবে সচ্ছল এবং তুলনা মুলক হিন্দু ছেলেদের চেয়ে বেশী স্মার্ট তাই এদের ছেলেদের প্রতি হিন্দু মেয়েরা বেশী আকর্ষণ বোধ করে যদিও অধিকাংশ ক্ষেত্রে হিন্দু মেয়েদের ভুল ভাঙ্গে । আরেকটি কারন হিন্দু মেয়েদের সাথে মেলা মেশার অনেক সুযোগ পাওয়া যায় অন্যদিকে রক্ষন শীল অন্য ধর্মীয় পরিবারের মেয়েরা বাড়ীতে কঠিন শাসনের মধ্যে থাকে এবং পর্দা প্রথার কারণে হিন্দু ছেলেরা এই সুযোগ পায় না । নিউ ইয়র্ক শহরে অনেক বাংগালি হিন্দু পরিবার আছে যাদের মা গণ বিভিন্ন সংস্থায় কাজ করেন বিধায় নিজের বাড়ীতে সময় দিতে পারেন না এই সুযোগে মেয়েরা অবাদে ছেলেদের সাথে স্কুল ও বাড়ীতে মেলা মেশার সুযোগ পায় এবং ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে পরে এবং এ দেশের আইন ও তাদের বিপক্ষে থাকে তাই সাহস করে বাধা দিতে পারেন না যা হবার তাই হয় ।নিউ ইয়র্ক ঢাকা, টরেনটু, লন্ডন এ অনেক পরিবারকে জানি এবং চিনি তাদের পরিবার ও এই সামাজিক ব্যাধিতে আক্রান্ত, এই রোগের তো কোন ঔষধ নাই তাই এই রোগের ভাইরাস থেকে মুক্ত রাখতে পারবেন এক মাত্র অভিবাবকরাই তাহারা এই রোগের হাত থেকে নিজের পরিবার এবং সমাজকে বাচাতে পারেন , আপনি ঠিক করবেন কি ভাবে এই ভাইরাস থেকে মুক্ত হবেন , কি করলে এই রোগের আক্রমন থেকে নিজের পরিবারকে রক্ষা করবেন ।
আপনার ছেলে মেয়েরা যখন হাই স্কুলে পড়া শুনা করে তখন তার হাতে অযথা মোবাইল কিনে দিবেন না, প্রয়োজনে যদি দিতেই হয় তা হলে সব সময় মোবাইল চেক করবেন ছেলে মেয়েরা কোথায় কার সাথে কথা বলে ।ছেলে মেয়েদের ইন্টারনেট ব্যেবহার করার সময় পর্যবেক্ষণ করবেন কোন অপ্রয়োজনীয় সাইট ব্যেবহার করে কিনা , এই সাইট গুলা দেখে ছেলে মেয়েরা অপ্রাপ্ত বয়সে অবাদ মেলামেশায় অভ্যস্থ হয় তাই ইন্টার নেট ব্যেবহারে সাবধানতা অবলম্বন করবেন ।
যে বিষয় নিয়ে লিখতে বসেছিলাম তা হল মন্দির ভিত্তিক গীতা স্কুল শুরু করার ব্যাপারে । আমাদের অভিবাবকরা জ্ঞ্যাত সাড়ে অথবা পরিবেশগত আমরাদেরকে সনাতন ধর্মীয় শিক্ষা দিতে পারেন নাই ।ধর্মীয় জ্ঞ্যানের অভাবে ছেলে মেয়েরা বিপদগামি হচ্ছে যা আপনার আমার চোখের সামনেই ঘটছে কিন্তু কোন কিছু করতে পারছেন না । যদি এই অবস্থা চলতে থাকে তবে আপনার আমার পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েরা নিজেদের আইডেন্টিটি সংকটে পরবে যা কি আমরা ভেবে দেখেছি ।আগামি প্রজন্মের ছেলে মেয়েরা যাতে সনাতন ধর্মের আদর্শ নিয়ে জীবন চলতে পারে তার জন্য তাদেরকে দিক নির্দেশনা দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য । ছেলে মেয়েদের ৫ বছর বয়স হলেই এদের মানসিক ঘটন দেওয়ার জন্য তাদেরকে সনাতন ধর্ম সম্পর্কে ধারনা দিতে হবে তা একমাত্র সম্ভব আপনার এলাকায় অবস্থিত মন্দিরে যদি আপনারা উদ্যোগ নিয়ে গীতা স্কুল প্রতিষ্ঠা করেন । এই শিক্ষাটা হবে উপ আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কারয্যক্রমের মতন, ক্লাস হবে ম্মন্দিরের মিটিং করার জন্য যে জায়গা থাকে সেখানে ২০থেকে ৩০ জন ছেলে মেয়েরা বসে শিক্ষা নিবেন স্থানিয় কোন এস এসসিপাস মেয়ে সম্পতাহে ২দিন প্রতিদিন ২ -৩ ঘণ্টা পড়াবেন ।তাকে মাসে ভাতা দিতে হবে যা বহন করবেন মন্দিরের সাথে সম্পর্কিত কোন ধনী ব্যেক্তি ।বই সহ শিক্ষা উপকরন ক্রয় করে দিবেন স্থানিয় উৎসাহী বেক্তি বর্গ ।এই স্কুল চালাতে কিছু টাকা লাগবে যা ইচ্ছা থাকলে ব্যেবস্তা করা অসম্ভব নয় ।মন্দির পরিচালনা কমিটি বসে ছোটদের গীতা সহ আর কি কি ধর্ম বই কিনতে হবে সে ব্যাপারে সিদ্বান্ত নিবেন । এক বছর ৩০ জন ছেলে মেয়েকে এই শিক্ষা দেওয়া হবে ,এক বছর কোর্স শেষ হলে পরীক্ষা নিতে হবে প্রত্যেক ছাত্র ছাত্রিদেরকে পরীক্ষার পর কোর্স সমাপ্ত করেছেন এই মর্মে মন্দির কর্তৃপক্ষ সার্টিফিকেট প্রদান করবেন ।পরবর্তি বছর নুতন ছাত্র ভর্তি করে আবার শিক্ষা কারয্যক্রম শুরু করবেন । যে শিক্ষক নির্বাচিত করবেন তিনিই যাবতীয় বিষয় ব্যেবস্থা করবেন ।শিক্ষক মন্দির কর্তৃপক্ষের কাছে দায়ী থাকবেন তিনি প্রতি মাসে মন্দির পরিচালনা কমিটির সভা ডাকবেন এবং মন্দির কমিটির সুপারিশ মোতাবেক স্কুলের যাবতীয় উন্নয়ন কারয্যক্রম সম্পাদন করবেন ।শিক্ষক ছাত্র ছাত্রি জোগাড় করবেন এবং সকল রেকর্ড সংরক্ষন করবেন । নিজেদের ছেলে মেয়েদের শারীরিক এবং মানসিক ঘটন দেওয়ার উপর নির্ভর করবে আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ । যে সকল পরিবারের ছোট ছেলে মেয়েদের ছোট বেলা থেকে বই পড়া এবং পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলা হয় সেই সকল পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরা বড় হলে সকল অন্যায় করা থেকে নিজে থেকে বিরত থাকে বলে আমি অনেক পরিবার দেখে এই সিদ্বান্তে পৌঁছেছি ।