শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট




কমলকুঁড়ি ডেস্ক
ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। তৃতীয় দফায় ভূমিকম্পে প্রবল ঝাঁকুনির ফলে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অবশ্য এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শনিবার (২৯ মে)সকাল ১০টা ৩৬ মিনিটে একবার ১০টা ৫১ মিনিট ও ১১ টা ৩০ মিনিটে আরো একবার ভূমিকম্প হয়।
ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা বলেন, সিলেটে দুই দফা ভূমিকম্প হয়েছে। তবে কত মাত্রার তা জানার চেষ্টা চলছে। কেননা, ভুমিকম্পের বিষয়টি স্টেশনে রিসিভ হয়নি। অন্তত ৩ টা স্টেশনে রিসিভ হলে বলা যেতো কত মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল কোথায়।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলে সিলেটে দুই দফা মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা খতিয়ে দেখা হচ্ছে।
ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের মেট্রোলজিষ্ট মমিনুল ইসলাম বলেন, সিলেটে দুই দফা ভূমিকম্প হয়েছে। তা কেবল সিলেট জোনে অনুভূত হয়েছে। অন্য কোথাও অনুভূত হয়নি। রিখটার স্কেলের মাত্রা ও উৎপত্তিস্থল জানার চেষ্টা চলছে।
যে কারণে সিলেটের জন্য ভূমিকম্পের ঝুঁকি খুব বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিভেদে তিনটি বলয় নির্ধারিত রয়েছে। তন্মধ্যে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ তথা প্রথম বলয়েই সিলেটের স্থান। এ বলয়ে ৭-৯ মাত্রার ভূমিকম্প হতে পারে। ২০০৯ সালে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) পরিচালিত এক জরিপ অনুযায়ী, সিলেট অঞ্চলে ৫২ হাজার ভবন রয়েছে। তন্মধ্যে ২৪ হাজার ভবনই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।
ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের মেট্রোলজিষ্ট মমিনুল ইসলাম বলেন, সিলেটে ভূমিকম্প হয়েছে। তা কেবল সিলেট জোনে অনুভূত হয়েছে। অন্য কোথাও অনুভূত হয়নি। রিখটার স্কেলের মাত্রা ও উৎপত্তিস্থল জানার চেষ্টা চলছে।
বড় ধরনের ভূমিকম্প হওয়ার আগে এভাবে ছোটো ছোটো ভূমিকম্প প্রায় সময়ই হয়ে থাকে।’ এটি তারই লক্ষণ কিনা সেটি স্পষ্ট করে না বললেও তিনি জানান- সিলেটের অদূরে ভারতের মেঘালয় রাজ্যে ভূমিকম্পের একটি ডেঞ্জার প্লেট রয়েছে। সেই প্লেইটের কারণে ভূমিকম্প হলে সেটি মাত্রা বাড়লেও বাড়তে পারে।