শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে ১৪ দিন পর জোড়া লাগানো দুই শিশু কন্যাকে বাঁচানো গেলোনা



কমলকুঁড়ি রিপোর্ট

কমলগঞ্জে ১৪ দিন পর জোড়া লাগানো দুই শিশু কন্যাকে বাঁচানো গেলোনা। মৃত্যুর কাছে হার মানতে হল ফুট ফুটে দুই বোনকে।
মৌলভীবাজারেরর কমলগঞ্জ উপজেলা থেকে আমাদের সহকর্মী পিন্টু দেবনাথ জানান

গত ৫ মে রাতে মৌলভীবাজার শহরের জান্নাত প্রাইভেট হাসপাতালে জন্ম নেয় জোড়া মেয়ে শিশু। জন্মকালীন সময় থেকেই দুজনের পেট একত্রে জোড়া লাগানো ছিল। তবে তাদের হাত, পা, মুখ ও মাথা সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আলাদা। জুয়েল মিয়া ও তাকলিমা দম্পতি ঘরে এই জোড়া শিশুর জন্ম হয়।

এদিকে দুই মেয়েকে আলাদা করতে সহযোগিতা চান দরিদ্র বাবা-মা। সহযোগিতার হাত বাড়িয়ে দেন মৌলভীবাজার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ অনেকে। এরপর একরাশ সাহস নিয়ে পিতা জুয়েল মিয়া শিশুদের নিয়ে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হন চিকিৎসার জন্য। অবশেষে ১৪ দিনে পর জোড়া শিশু বুধবার রাত ৯ টার দিকে ঢাকা শিশু হাসপাতালে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুর পিতা শমশেরনগরের পান ব্যবসায়ী জুয়েল মিয়া।
এ নিয়ে এনটিভিতে একটি প্রতিবেদন প্রকাশ হবার পর দেশ- বিদেশ থেকে সহযোগিতার জন্য ব্যাপক সাড়া পড়েছিল।
কিন্তু মৃত্যুর কাছে হার মানতে হল।