বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলে জেলা পুলিশের ক্যাম্পেইন



কমলকুঁড়ি রিপোর্ট

“মাস্ক পরার অভ্যেস- করোনামুক্ত বাংলাদেশ
মাস্ক ছাড়া বের হব না কেউ- রুখে দিব করোনার ২য় ঢেউ’
এই শ্লোগানকে সামনে রেখে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মৌলভীবাজার জেলা পুলিশের ক্যাম্পেইন ১ এপ্রিল বিকেল ৪ ঘটিকায়  শ্রীমঙ্গল থানার সম্মুখে অনুষ্ঠিত  হয়।  অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, উপজেলা আওয়ামীলীগ ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমানের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক এর সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্যে এসপি জাকারিয়া বলেন, করোনার ২য় ঢেউ মোকাবেলায় সরকারের দেয়া সকল বিধিনিষেধ মানতে হবে।
যদি কেউ তা না মানেন তবে সেই ব্যাক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
পরে পুলিশ সুপার বিভিন্ন যানবাহন ও জনগনের মাঝে লিফলেট, মাস্ক, স্টিকার বিতরন করেন।