শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

করোনা মোকাবেলায় জনসাধারণকে সচেতনতায় কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মাস্ক ও সাবান বিতরণ




 কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন পয়েন্টে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি, মাস্ক ও সাবান বিতরণ করেছে গণমাধ্যম সংগঠন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
বুধবার (৭ এপ্রিল) কমলগঞ্জ উপজেলার প্রেসক্লাব চত্বর সংলগ্ন ১০ নং রোড ও উপজেলা চৌমুহনী চত্বরে পাচ শতাধিক জনসাধারনের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ। প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে মাস্ক বিতরণ করে শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, সহসভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আসাবুজ্জামান ইসলাম শাওন, যুগ্ম সম্পাদক আহমেদুজ্জামান আলম, কোষাধ্যক্ষ আব্দুল বাছিত খান, মো. মোনায়েম খান, আশরাফ সিদ্দিকী পারভেজ, নাঈম আলী, সুমন আহমদ প্রমুখ।


কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মাস্ক বিতরণ ও সাবান বিতরণ কার্যক্রমে অংশ নেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সহসভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, সাংবাদিক ফোরামের সভাপতি  এম এ ওয়াহিদ রুলুসহ কমলগঞ্জে কর্মরত বিভিন্নজা তীয় দৈনিক , স্থানীয় ও অনলাইন পোর্টালের সংবাদিকর্মীরা।