মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কুলাউড়ায় পরিবেশ দূষণ ও প্রতিকারে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত



 

কমলকুঁড়ি রিপোর্ট :

চারপাশে প্রতিনিয়ত নানারকম দূষণ ঘটছে এবং  শরীরে নানাভাবে ক্ষতিকারক প্রভাব ফেলছে। অথচ দূষণ এবং সেগুলির উৎস, প্রভাব ও প্রতিকার নিয়ে   সঠিক ধারণা না থাকায় দূষণের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে না। এ বিষয় নিয়ে গত ২৪ মার্চ মৌলভীবাজার  জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও এ এনজিও ওয়াফ ও পিউর আর্থ এর আয়োজনে স্থানীয় ব্যক্তিদের নিয়ে পরিবেশ দূষণ ও প্রতিকারে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।  কর্মশালায় অংশগ্রহণ করেন পিউর আর্থ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার রাব্বী আহমেদ, এনজিও ওয়াফের নির্বাহী পরিচালক মো: আব্দুল মালিক, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: ফয়সাল আহমেদ, কুলাউড়া উপজেলার কৃষি অফিসার, মো: আব্দুল মমিন, টিলাগাঁও এ.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওমর আলী, দৈনিক আজকের সংবাদের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সৈয়দ মোকাম্মেল আলী মুন্না ও এনজিও ওয়াফ এর কর্মকর্তা বৃন্দ।

কর্মশালায় পরিবেশ দূষণ ও প্রতিকারে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেন উপস্থিত বক্তরা।