শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

 কমলগঞ্জে নাথ কল্যাণ সমিতি বাংলাদেশ এর সম্মেলন ও কমিটি গঠন : শিক্ষক ক্ষিরোদ দেবনাথ সভাপতি, সাংবাদিক পিন্টু দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত



কমলকুঁড়ি রিপোর্ট

নাথ কল্যাণ সমিতি বাংলাদেশ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শাখার সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার  দুপুরে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের গৌতম দেবনাথ এর বাড়ীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক আশুতোষ দেবনাথ এর সভাপতিত্বে ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাথ কল্যাণ সমিতি বাংলাদেশ সিলেট বিভাগের প্রধান আহবায়ক শ্রী রামচন্দ্র দেবনাথ। যোগী পিংকু দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাথ কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন কুমার দেবনাথ, জেলা শাখার সভাপতি মহেন্দ্র চন্দ্র দেবনাথ, সহসভাপতি সুধীর চন্দ্র দেবনাথ, শৈব যোগী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি  ডা. শ্রীনিবাস দেবনাথ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ  সম্পাদক বেনু দেবনাথ, জেলা সাংগঠনিক সম্পাদক স্বপন দেবনাথ, কুলাউড়া শাখার সভাপতি নিলোৎপল  দেবনাথ,  মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি বিনয় দেবনাথ। বক্তব্য রাখেন  জেলার যুগ্ম সম্পাদক বিজয় দেবনাথ, ধর্ম বিষয়ক সম্পাদক বিজয় দেবনাথ,  মৌলভীবাজার সদর শাখার সাধারণ সাম্পাদক বিমল দেবনাথ, হবিগঞ্জ সদর শাখার সাধারন সম্পাদক অরবিন্দু দেবনাথ,  অধ্যাপক সুনীল দেবনাথ, ভানুগাছ দেবনাথ সমিতির যুগ্ম সম্পাদক শৈলেন্দ্র দেবনাথ, সম্মেলন পরিচালনা কমিটির আহবায়ক ক্ষিরোদ দেবনাথ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সদস্য রিপন দেবনাথ, পিবিএস সদস্য প্রনীত দেবনাথ, শিক্ষক মলয় দেবনাথসহ বিভিন্ন এলাকার থেকে আগত ৫ শতাধিক নাথ সম্প্রদায়ের লোকজন।
অনুষ্ঠানের ২য় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রী রাম চন্দ্র দেবনাথ। সভায় উপস্থিতিতের মতামতের ভিত্তিতে ক্ষিরোদ দেবনাথ-কে সভাপতি,  পিন্টু দেবনাথ কে সাধারন সম্পাদক ও নিরোদ রঞ্জন দেবনাথ কে সাংগঠনিক সম্পাদক করে নাথ কল্যাণ সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়।  আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভা সূত্রে জানানো হয়।
সভায় বক্তরা স্বজাতির কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে জাগ্রত হওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।