বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

গণমাধ্যমের ফলোআপ রিপোর্ট প্রসংগে



মতি লাল দেব রায়

দেশে একের পর এক অসংখ্য ঘটনা ঘটে চলছে, একটির রেশ কাটতে না কাটতে আরেকটি ঘটনা দেশবাসীর নজরে আসে তারপর আবার আরেকটি ঘটনা ঘটে তখন দেশবাসী ভুলে যান পূর্বের ঘটনা গুলী । আমরা সবাই কিন্তু এই রকম ঘটনা ঘটলে খুব প্রতিক্রিয়া ব্যেক্ত করি এবং দেশব্যাপি এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়,জনমত সৃষ্টি হয় কিন্তু পরক্ষনেই নুতন আরেকটি ঘটনা এসে সেই পুরান ঘটনা থেকে জনগনের দৃষ্টি সরে যায় নুতন ঘটনার দিকে । পরবর্তীতে ঐ ঘটনা গুলির অগ্রগতি এবং এই ঘটনার বিচারের রায় সম্পর্কে শেষ দেখা বা জানা জনগনের পক্ষে সম্ভব হয় না এই ভাবেই অনেক ঘুরুতর ঘটনা লোক চক্ষুর অন্তরালে সমাপ্তি হয়ে যায় সেই খবর পত্র পত্রিকায় ও আসে না এবং জনগনের স্মৃতি  থেকে ও সরে যায় । তাছাড়া বিচারের দীর্ঘ সুত্রতার কারনে কিছু সংখ্যক আইনজীবী, প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, ময়না তদন্তকারি কর্মকর্তা এই বিচার প্রক্রিয়াকে নানা অজুহাত তুলে বিলম্বিত করেন যার ফলশ্রুতিতে আইনের ফাক দিয়ে অনেক আসামি জামিন নিয়ে জেল খানা থেকে বেড়িয়ে যান, একটি কথা প্রচলিত আছে যে “জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড” অর্থাৎ বিচারে দেরি হলে বিচার অস্বিকার করা হয়, অর্থাৎ সঠিক বিচার হয় না এই ভাবে অনেক ঘুরুতর ঘটনা বিচারে আলোর মুখ দেখেনা, বিচারের বানী নীরবে নিভৃতে কাদে । দেশের সাধারন মানুষের মন থেকে বিষয় গুলী হারিয়ে যায় এই সুযোগে অনেক মামলার রায় নীরবে হয়, কোন মামলা সাক্ষী না পাওয়ার কারন দেখিয়ে, পর পর মামলার বাদী বিবাদিকে অনুপস্থিত দেখিয়ে অথবা ময়না তদন্ত রিপোর্ট আসামীর পক্ষে বিপক্ষে হওয়া সহ হরেক রকম মিথ্যা প্রমান দিয়ে ঘুরতর মামলার মৃত্যু ঘটে আজ পর্যন্ত কি সেই জনগনের মধ্যে আলোচনার ঝড় তুলা একটি মামলার শেষ পরিনতি সম্পর্কে দেশের মানুষ জানতে পেরেছে , না জনগণের এই মামলা গুলার শেষ দেখার কোন ও সোযোগ নাই । এই সকল ঘটনা গুলী যখন পত্রপত্রিকায় আসে তখন খুব ফলাও করে হেড লাইন দিয়ে পত্রিকার বিক্রি বাড়ানোর জন্য অনেক খবর কয়েকদিন খুব ছাপা হয় এর কিছু দিন যেতে না যেতে পত্রিকা শুরু করে অন্য কাহিনি। পত্রিকা গুলী আর পুরানো ও ঘটনার কোন ফলোআপ করে না বা কোন ফলোআপ রিপোর্ট ও প্রকাশ করে না । যে খবর টি পত্রিকায় আসল তার একটি ফলোআপ রিপোর্ট জন সমক্ষ্যে তুলে ধরা পত্রিকার দায়িত্ব হলে ও তাহারা এই দায়িত্ত্ব পালনে ব্যর্থ হয়েছে । অন্য দিকে আইন প্রয়োগ কারী সংস্থা যাহারা এই ঘটনা উদ্ঘাটনে এবং ঘটনার তদন্ত, ময়না তদন্ত,বিচারের সাক্ষী  ও আলামত সহ বিচারে যাবতীয় সহযোগিতা করেন তাদের কাছ থেকে কোন ফলো আপ রিপোর্ট বিচারের সুস্ট তদন্তের স্বার্থে পত্রিকায় প্রকাশিত হয় না এবং তাদের বিভাগ থেকে ও কোন প্রগ্রেস রিপোর্ট দেওয়া হয় না যার কারণে বিচার কার্যক্রম ও নীরবে শেষ হয় । যে কোন আলোড়ন সৃষ্টিকারী সকল ঘটনা যে ভাবে গণ মাধ্যমে প্রকাশিত হয় ঠিক সে ভাবে এই সকল ঘটনার বিচারের অগ্রগতি এবং সর্বশেষ বিচারের অবস্থা, এবং বিচার প্রক্রিয়া শেষ হওয়ার প্রতিবেদন সম্পর্কিত কোন ফলোআপ রিপোর্ট প্রকাশিত হয় না । বিচার প্রক্রিয়ায় যদি কোন তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঘটে বা বিচার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ইচ্ছাকৃত দীর্ঘ সুত্রিতা কোন পক্ষ অবলম্বন করে ইত্যাদি বিষয়গুলি জনসম্মুখে তুলে ধরার দায়িত্ব থাকে গনমাধ্যম এবং জড়িত সকল আইন প্রয়োগ কারী ও গুয়েন্দা সংস্থার উপর কিন্তু বাস্তবে তা দেখা যায়না ।
যেমন ইদানিং ঘটে যাওয়া কয়েকটি ঘটনা দেশ ব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে যেমন দর্জি বিশ্বজিৎ দাস কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা, নারায়ন গঞ্জের সাত খুনের ঘটনা,সোনাগাজিতে মাদ্রাসার ছাত্রি নুসরাত কে পুড়িয়ে মারার ঘটনা , বরগুনার রিফাত হত্যা মামলা, ঢাকা বিস্ববিদ্যালয়ের ছাত্রি ধর্ষণ কারী মজনুর বিচার, সাহেদ করিমের প্রতারনার ঘটনা , ডাঃ সাবরিনা কর্তৃক ভুয়া করোনা রিপোর্ট দিয়ে লক্ষ লখ টাঁকা হাতিয়ে নেওয়া, দুবাইতে সাংসদ পাপুল গ্রেপ্তার হওয়া, ইতালি থেকে ১২৫ জন বাংলাদেশি যাত্রীকে বিমানে বন্দর থেকে ভুল করোনা রিপোর্ট থাকায় দেশে ফেরত পাটানো, পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ড, ঢাকা বিস্ববিদ্যালয়ের ছাত্র আরবার হত্যাকাণ্ড, গোপালগঞ্জ কোটালিপাড়া পুলিশ কর্তৃক নিখিল তালুকদার কে মেরে ফেলা, এবং সব শেষে ৩১ শে জুলাই দেশ প্রেমিক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদকে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস, এস পি মাসুদের তত্বাবধানে ও নির্দেশে এস আই লিয়াকত কর্তৃক গুলী করে হত্যার ঘটনা যা দেশবাসির মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ।সেনা বাহিনীর সাবেক মেজরের নির্মম হত্যা কাণ্ডকে দেশের সর্বস্তরের মানুষ নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে তার সঠিক বিচার সম্পন্ন করার দাবি উঠেছে । টেকনাফ থানার ওসি কর্তৃক শতাধিক মানুষ কে বিনা বিচারে ক্রস ফায়ার করে মেরে ফেলা এবং উক্ত ওসি কর্তৃক স্থানীয় গ্রামবাসীর দুতালা বাড়ি অবৈধ দখল করে বাড়ীর মানুষকে বাড়ি থেকে বের করে দিয়ে ঐ ভবন কে আরেকটি বেসরকারি নিজস্ব টর্চার থানা বানিয়ে অপকর্ম দীর্ঘদিন যাবত করে আসছে, যা পুলিশ প্রসাশনের দৃষ্টি গোঁচর হয়নি । জেলায় পুলিশ প্রসাশনের চেইন অব কমান্ড এবং পুলিশ কর্মকর্তার কাজ কর্ম মনিটরিং করার দায়িত্ব পুলিশ সুপারের । তাই কক্সবাজারের দায়িত্ব প্রাপ্ত্ব পুলিশ সুপার এস পি মাসুদ টেকনাফ থানা ও বাহার ছড়ার তদন্ত কেন্দ্রের কর্মকর্তা কর্তৃক দেশের একজন দেশ প্রেমিক অবসর প্রাপ্ত মেজর সিনহা মোঃ রাসেদকে নির্মম ভাবে হত্যার দায় এড়াতে পারেন না । তাহাকে স্বপদে বহাল রেখে প্রদীপ ও লিয়াকতের বিচার বহু প্রশ্নের সৃষ্টি করেছে । বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সাইদুর রহমান রিমন নামক বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার মেজর সিনহা মোঃ রাসেদের হত্যাকাণ্ডের পরের দিন যে প্রতিবেদন প্রকাশ করে সেই সংবাদের উৎস নিয়ে সাধারন মানুষের মধ্যে নানান সন্দেহের সৃষ্টি হয়েছে । মেজর সিনহা হত্যা কাণ্ডের প্রত্যক্ষ সাক্ষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাহেদুল ইসলাম সিফাতকে কেন সামনে আনা হচ্ছ না । ওসি প্রদিপের সাক্ষাতকার নেওয়া থেকে ঐ দিনে মেজর সিনহা মোঃ রাশেদ গুলিবিদ্ব হওয়া পর্যন্ত সিফাত তাহাঁর সাথে ছিলেন তিনি একমাত্র সাক্ষী যে হত্যা কাণ্ড নিজের চোখে দেখেছে্‌ন তিনি এই ঘটনার সাক্ষী  হিসাবে সকল ঘটনার বিস্তারিত বিবরন দিতে পারবেন বলে অনেকেই মনে করেন তাই তাহাঁকে তদন্ত কমিটির অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা দরকার । সিফাতের কাছ থেকেই পাওয়া যাবে সে দিন আসলে কি ঘটেছিল । দেশে ঘটে যাওয়া যে সকল হত্যা কাণ্ডের সংবাদ গন মাধ্যমে আসে অন্তত সে গুলা বিচারের শেষ পরিনতি কি হয় তা যেন দেশের মানুষ জানতে পারে সে ব্যাপারে সংবাদ পত্র ও অন্যান্য গন মাধ্যমকে সঠিক ভুমিকা রাখার আহবান জানাচ্ছি ।

লেখক: মতিলাল দেব রায়