মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

স্বর্ণের দাম বৃদ্ধি



কমলকুঁড়ি ডেস্ক

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকায় দেশের বাজারেও নতুন করে এর মূল্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ভালো মানের স্বর্ণের দাম বাড়ছে।

বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি দিলিপ কুমার আগারওয়ালা বলেছেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম অস্বাভাবিক বেড়েছে। এ কারণে দেশের বাজারেও এর দাম বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, করোনাভাইরাসের জন্য অনেকে নিরাপদ বিনিয়োগের জায়গা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে স্বর্ণকে একমাত্র ভরসা মনে করে কিনছেন কেউ কেউ। চাহিদা বাড়ার কারণেই দাম বাড়ছে।

বাজুস নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বৃহস্পতিবার থেকে সারা দেশে বিক্রি হবে ৭৭ হাজার ২১৬ টাকা দরে, যা আগে ছিল ৭২ হাজার ৭৮৩ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে ৭৪ হাজার ৬৭ টাকা দরে, যা আগে ছিল ৬৯ হাজার ৬৩৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৬৫ হাজার ৩১৯ টাকা দরে, যা আগে ছিল ৬০ হাজার ৮৮৬ টাকা।

আর সনাতনি স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৫৪ হাজার ৯৯৬ টাকা দরে, যা আগে ছিল ৫০ হাজার ৫৬৩ টাকা। অপরিবর্তিত রয়েছে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দর, যা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকা দরে।