বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রনে কিছু পরামর্শ



 

মতি লাল দেব রায়

দেশ এখন এক মহামারী ভাইরাস দ্বারা আক্রান্ত তাই দেশের কুকুর নিয়ন্ত্রণ নিয়ে লেখা দেখলে যে কেউ একটি শ্রুতি কটুর একটি মন্তব্য করে ফেলতে পারেন , তাই বিষয়টি নিয়ে বেশী আলোচনায় না গিয়ে কয়েকটি চুম্বক বিষয় নিয়ে আলাপ করতে চাই । আমাদের দেশে অধিকাংশ কুকুর বেওয়ারিশ, এই কুকুর গুলী কোথায় থাকে কোথায় খায়, কি ভাবে এবং কোথায় এই কুকুর গুলির জন্ম হয় তার সঠিক চিত্র কার ও কাছে আছে কি না, আমার ধারনার বাহিরে । দেশের সকল গ্রাম , শহর, বন্দর গ্রামের এখানে সেখানে ঘুরে বেড়াতে দেখা যায় অসংখ্য কুকুর এগুলার কোন মালিক নাই, এরা রাস্তায়, বাজারে, কারো বাসায় গাছ তলায় এরা বসবাস করে এদের স্থায়ী কোন ঠিকানা নাই। পৃথিবীর অনেক দেশ আছে যে দেশের সাধারন মানুষ কুকুরের মাংস খায় যেমন কোরিয়া। চীন, থাইল্যান্ড, ভিয়েতনামের মানুষের কাছে কুকুরের মাংস খুব প্রিয় খাবার। আমাদের দেশে সব চেয়ে ঘৃণিত একটি প্রানি কুকুর, আমাদের দেশে কুকুর গৃহ পালিত নয়, তাই কুকুর গুলির কোন মালিকানা নাই, তাই কুকুরের খাওয়া দাওয়া নিয়ে কার ও মাথা ব্যেথা নাই,অধিকাংশ কুকুর রাস্তায় ফেলে দেওয়া খাবার, ময়লা আবর্জনা ইত্যাদি খেয়ে জীবন ধারন করে ইদানিং কিছু কিছু কৃষি নির্ভর পরিবারে নিজের বাড়ীতে যাতে চুর প্রবেশ করতে না পারে এর জন্য বাড়ীতে কুকুর পালন করে কিন্তু কুকুর কে ঘরের ভিতর প্রবেশ করতে দেওয়া হয়না। কুকুর নানা রকম অসুখে ভোগে যেহেতু বেওয়ারিশ তাই কুকুরগুলাকে কেউ যত্ন বা চিকিৎসা করার ব্যেবস্থা করে না । কুকুর রেবিস নামক অসুখ দ্বারা আক্রান্ত হতে দেখা যায় । ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় পত্রিকায় খবর বেড়িয়েছে যে সিটি কর্পোরেশন ৩০ ০০০ ত্রিশ হাজার কুকুর কে ঢাকা থেকে লোকালয়ে সরিয়ে ফেলা হবে ।বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানা যায় যে শুধ মাত্র ঢাকাতেই এক লক্ষ বেওয়ারিশ কুকুর আছে তা হলে ভাবুন বাংলাদেশ মোট কত কুকুর আছে । গত বছর ঢাকা সংক্রামক ব্যাধি হাঁসপাতালে ১০ হাজার মানুষ কুকুরের কামড়ের কারণে চিকিৎসা নিয়ে ছেন ।বাংলাদেশে কুকুরের সংখ্যা কত তার কোন হিসাব উপজেলা পরিসংখ্যান অফিসে আছে কি না তা আমার জানা নাই , যদি না থাকে তাহা হলে কুকুর গনার জন্য পশু পালন ও পশু সম্পদ মন্ত্রণালয় সারা দেশে একটি জরিফ কর্মসূচী হাতে নিতে পারেন তাঁতে বুজা যাবে কতটি অসুস্থ্য এবং কতটি সুস্থ্য কুকুর আছে তার মধ্যে গৃহ পালিত কুকুর কতটি এবং বেওয়ারিশ কতটি । বর্তমান উন্নয়নশীল দেশে এখন ও রাস্তায় হাঁটলে কুকুরে কামড়ায়, বাসে উটলে দুর্ঘটনা, রাত্রে পড়তে বসলে মশায় কামরায়, চতুদিকে শুধু অবেবস্তাপনার চিত্র । সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় ৫৫,০০০ মানুষে মারা যান জলাতঙ্ক রোগে। এদের মধ্যে অধিকাংশেরই বয়স ১৫ বছরের নীচে। আমাদের দেশে এই সংখ্যাটা প্রায় ২০,০০০, এর মধ্যে কুকুরের কামড়ে মারা যান ৯৫ শতাংশ। বাকি ৫ শতাংশ মারা যান অন্যান্য পশুর কামড়ে।মানুষের অজ্ঞতা ও স্বাস্থ্যকেন্দ্রে ঠিক সময়ে প্রতিষেধক না পাওয়াই এ মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা যায়। বাংলাদেশের প্রচলিত আইনে কুকুর নিধন ও বন্ধ্যাকরন নিষিদ্ধ । কুকুরের কামড়ে টিটেনাস রোগের আশঙ্কা থাকে। শিশুদের নাক-মুখে কুকুর কামড়ালে ৭০ থেকে ৮০ ভাগ ক্ষেত্রেই তারা মারা যায়। র‌্যাবিস ভাইরাসে আক্রান্ত কুকুর, বিড়াল, এর মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়। আমাদের দেশে মূলত কুকুরের কামড়ে বা আঁচড়ে (রক্ত বের না হলেও) জলাতঙ্ক রোগ বেশি হয়।কামড়ের সাধারণত এক সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে জলাতঙ্ক রোগের লক্ষণ দেখা দেয়। শরীরের নিচের অংশে কামড় বা আঁচড় দিলে এবং এর মাত্রা কম হলে সাত বছর সময়ের মধ্যে যেকোনো সময় জলাতঙ্কে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এ রোগে আক্রান্ত হয়ে গেলে মানুষ সাধারণত বাঁচে না। তাই উপজেলার প্রতিটি গ্রামে যত কুকুর দেখা যায় তার অধিকাংশই বেওয়ারিশ, এই কুকুর গুলী রেবিস রোগে আক্রান্ত, এই কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা, এই জলাতঙ্ক রোগ থেখে বাঁচার একমাত্র উপায় এ আর ভি ভেক্সিন ইঞ্জেকশন নেওয়া । বেওয়ারিশ কুকুরের সখ্যা জেনে এই গুলা যে কুকুর গুলির রেবিস রোগ হয়েছে সে গুলিকে আলাদা করে পশু পালন বিভাগকে জানাতে হবে তাহারা চিকিৎসার বেবস্থা করবেন অথবা সরকারের যথাযথ নিয়ম অনুযায়ী এই কুকুর গুলা জনস্বাস্থ্যের জন্য হুমকি তাই এই গুলাকে নিধন করে ফেলা বাঞ্ছনীয় ।

মতি লাল দেব রায়, কমলগঞ্জ