শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে মাস্ক না পরায় ভ্রাম্যমান অদালত পরিচালনা করে জরিমানা



ঝলক দত্ত, শ্রীমঙ্গল


শ্রীমঙ্গলে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৯ জন ও এক প্রতিষ্ঠানকে ১১ হাজার ৬শ’ টাকা অর্থ দন্ড করা হয়।
১২ আগস্ট বুধবার বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। এ সময় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) নয়ন কারকুনের নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
অভিযানে মাস্ক না পরার দায়ে ১৯ জনকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখায় একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দণ্ডবিধিতে এসব মামলা ও অর্থদণ্ড করা হয়।