শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ



কমলকুঁড়ি রিপোর্ট

বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সালেন্সের আলোয় আলো প্রকল্পের র্কমএলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানে কোভিড-১৯ জরুরী সহায়তা কার্যক্রম ইমার্জেন্সি ক্যাশ/ফুড এন্ড হাইজিন মেটেরিয়াল সাপোর্ট ফর দি কোভিড-১৯ এফেকটেড মোস্ট ভালনারেবল চিলড্রেন এন্ড কমিনিউটি ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এডুকো-বাংলাদেশে সহযোগিতায় ৫২৮টি চা জনগোষ্টি পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে।

২৩ জুলাই রোজ বৃহস্পতিবার বিকাল ৪.০০ ঘটিকায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, ঢাকনা ও পানির টেপযুক্ত ১২লি. বালতি ১টি, কেয়া সাবান ২টি, ৭০০গ্রাম ডিটারজেন্ট (ঘড়ি) পাউডার ও ২টি মাস্ক বিতরণ করা হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স এর আলোয় আলো প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ রুবাইয়াত ফেরদৌসের এর সঞ্চালনায় এবং ইউপি সদস্য ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দির সভাপতিত্বে উক্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগছড়া চা বাগানের ব্যবস্থাপক মোঃ নূরনবী ডালিম, এডুকো বাংলাদেশের লাইভলিহুড স্পেশালিষ্ট মোঃ তৌহিদ ফেরদৌস, ব্রেকিং দ্য সাইলেন্সে শ্রীমঙ্গল প্রকল্প অফিসের ইনচার্জ চাদনী রায়, প্রকল্প সমন্বয়কারী মোঃ তোফাজ্জল হোসেন, প্রকল্প হিসাবরক্ষক শহিদুল আলম মুন।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে বলেন, মৌলভীবাজারের ৩০টি চা বাগান এলাকায় মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আলোয় আলো প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারের পাশাপাশি কোভিড-১৯ জরুরী সহায়তা কার্যক্রমে এনজিওদের এগীয়ে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ব্রেকিং দ্য সাইলেনস, এডুকো বাংলাদেশ ও চাইল্ডফান্ড কোরিয়াকে চা বাগান এলাকায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করার জন্য ধন্যবাদ।