বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

দলই চা বাগান খুলে দেয়ার দাবীতে মিরতিংগা চা বাগানে মানববন্ধন



কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজারের কমলগঞ্জের দলই চা বাগান খুলে দেওয়ার দাবিতে উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগানের চা শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার সকাল ৮টায় মিরতিঙ্গা চা বাগানের পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিকের সভাপতিত্বে চা শ্রমিকরা কাজে যোগদানের আগেই বাগানের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ধলই চা বাগানের ব্যবস্থাপক আমিনুল ইসলামকে অপসারণের দাবিকে কেন্দ্র করে গত ২৭ জুলাই সন্ধ্যায় একটি নোটিশ টাঙিয়ে দলই চা বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দলই চা বাগান কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ও অবিলম্বে দলই চা বাগান খুলে দেবার দাবিতে বৃহস্পতিবার সকাল ৮টায় মিরতিঙ্গা চা বাগানের চা শ্রমিকরা ব্যানারসহ মানববন্ধন কর্মসূচি পালন করে। রহিমপুর ইউনিয়নের সদস্য ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালির কার্যকরি কমিটির সভাপতি ধনা বাউরীর নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি বক্তব্য প্রদান করেন শংকর তাঁতী ও মাসুদ আলী। ধনা বাউরী বলেন শুক্রবার আলীনগর চা বাগানে মানববন্ধন কর্মসুচি পালন করা হবে।