শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কুলাউড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতের দাবী



কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামে মনু নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে সুড়ঙ্গ সৃষ্টি হয়েছে। ফলে চলতি বর্ষা মৌসুমে নদের পানি বৃদ্ধি পেলে আকস্মিক বন্যা হতে পারে।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায় যে, টিলাগাঁও ইউনিয়ন আশ্রয়গ্রামের প্রবীর চন্দ্র ধর পবিন্ড’র বাড়ির পাশে মনু নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে একটি বড় সুড়ঙ্গ সৃষ্টি হয়েছে। যার ফলে চলিত বর্ষা মৌসুমে মনু নদে পাহাড়ি ঢলে বা টানা বর্ষনে পানি বৃদ্ধি পেলে এ সুড়ঙ্গ দিয়ে বাধ ভেঙ্গে আকস্মিক বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে জরুরী ভিত্তিতে মেরামত করা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম ফরহাদ চৌধুরীর সাথে আলাপকালে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্তা নেয়া হবে।
এব্যাপারে আশ্রয়গ্রামের বাসিন্দা প্রবীর চন্দ্র ধর পবিন্ড, খোরশেদ আলম, আব্দুল বাতেন চৌধুরী, মতিন মিয়া, জালাল মিয়া, আকবর আলীসহ শতাধিক এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায় যে, জরুরী ভিত্তিতে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করা প্রয়োজন, নাহলে হাজার হাজার একর ধানি জমির ফসল, ঘরবাড়ি, যাতায়াত ব্যবস্থা ক্ষতিগ্রস্তসহ ও গবাদিপশুর খাদ্য সংকট সৃষ্টি হবে।
এব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।