বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শমশেরনগর চা বাগানে জেলা উদীচী শিল্পীর উদ্যোগে ৪০ পরিবারকে খাদ্য সহায়তা



কমলকুঁড়ি রিপোর্ট


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের উদ্যোগে অসহায় ৪০টি চা শ্রমিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রোববার (১৭ মে) বিকাল সাড়ে ৩টায় শমশেরনগর চা বাগানে শহীদ নীরা বাউরী চত্তরে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে যাওয়া হতদরিদ্র ৪০টি চা শ্রমিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সিপিবি’র সভাপতি অ্যাড. মকবুল হোসেন, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী, লেখক-গবেষক আহমদ সিরাজ, জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী (হিমু), কমলগঞ্জ শাখা উদীচীর সহ সভাপতি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, জেলা উদীচীর সুমন দে, সজল আকাশ, মোনায়েম খান, নারীনেত্রী মেরী রাল্ফ, আশা আরনাল, গণসঙ্গীত শিল্পী রমাকান্ত গোয়ালা প্রমুখ। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, আধা লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিড়া, ১ কেজি লবণ ও ১টা সাবান।