বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

শমশেরনগরের কৃষ্ণপুরে রোস্তুম আলী ফাউন্ডেশনের ১২৭ পরিবারে ঈদ খাদ্য সহায়তা



কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে মো. রোস্তুম আলী ফাউন্ডেশনের পক্ষে করোনা দুর্ভোগে কর্মহীন অসহায় ১২৭ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১১টায় কৃষ্ণপুর গ্রামের ছাদ উল্যার বাড়িতে আনুষ্ঠানিকভাবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মো. রোস্তুম আলী ফাউন্ডেশনের সদস্য ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিক বাবুল ও সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু। খাদ্য সামগ্রীর মাঝে ছিল ৪ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা ও ১ কেজি লবণ।
আয়োজকরা জানান, ঈদ উপহার হিসেবে কৃষ্ণপুর গ্রামে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে মো. রোস্তুম আলী ফাউন্ডেশনের যাত্রা শুরু। এ সংগঠনটি প্রয়োজনে বিভিন্ন সময়ে মানবিক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে যাবে।