শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত



কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজারের কমলগঞ্জের সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামে ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রের সহযোগিতায় একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগ।

শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও মোকামটিলা নামক স্থান থেকে এ অজগর সাপটি উদ্ধার করা হয়। পরে আবার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে সেটিকে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ বালিগাঁও গ্রামের ৪র্থ শ্রেণীর ছাত্র সোহান মোকামটিলা নামক স্থানে হঠাৎ অজগর সাপটি দেখতে পেয়ে স্থানীয় বন টহল দলের সদস্য মহসিন মিয়াকে জানালে তিনি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেনের নেতৃত্বে বন-কর্মীরা অজগর সাপটি উদ্ধার করেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, এটি বন থেকে লোকালয়ে বেরিয়ে এসেছিল। উদ্ধারের পর এ অজগরটিকে আবার সন্ধ্যায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করা হয়েছে।