শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে ৪৬ বিজিবি’র উদ্যোগে সীমান্তবর্তী অসহায় ও হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ




কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে কমলগঞ্জ সীমান্তসহ তাদের বিভিন্ন সীমান্ত এলাকায় প্রত্যেকটি বিওপির মাধ্যমে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় এক হাজার অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন ৪৬ বডার গার্ড বাংলাদেশ এর অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুল ইসলাম। এ সময় সহকারী পরিচালক শাহজাজান আহমদসহ কোম্পানী কমান্ডার, বিওপি কমান্ডার ও এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে প্রতি প্যাকেটে ৬ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, ৫০০ মিলিমিটার সোয়াবিন তেল ও ৫শত গ্রাম লবন। সামাজিক দূরত্ব বজায় রেখে তারা এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবি সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকার অসহায়, কর্মহীন ও হতদরিদ্র অসহায় ১০০০ (এক হাজার) পরিবারকে ত্রাণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। গত ০৯, ১০ ও ১১ মে তারিখে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া এ ত্রাণ সামগ্রী শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর উদ্যোগে বিতরণ করা হয়েছে।