শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে মণিপুরী যুবকল্যাণ সমিতি ২৫০ পরিবারকে ত্রাণ বিতরন



কমলকুঁড়ি রিপোর্ট

কমলগঞ্জ উপজেলার সকল মণিপুরী পল্লীতে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সমিতি কেন্দ্রীয় পরিষদ।

রোববার (১০ মে) দুপুরে কমলগঞ্জ উপজেলার যুবকল্যাণ মাধবপুর শাখায় আনুষ্ঠানিকভাবে এসব খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন- মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ, যুব কল্যাণ সমিতি কেন্দ্রীয় পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, সাংবাদিক নির্মল এস পলাশসহ মাধবপুর শাখার সদস্যবৃন্দ। কমলগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নে বসবাসরত বিভিন্ন গ্রামের কর্মহীন হয়ে পড়া ২৫০ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সমিতি কেন্দ্রীয় পরিষদের করোনাভাইরাসে প্রভাবে কর্মহীন মানুষের সহযোগীতার জন্য গঠিত প্রকল্পের থেকে যুবকল্যাণের দেশব্যাপী ১৩ টি শাখার কমিটি তাদের নিজ নিজ এলাকায় কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করেন। যুবকল্যাণ সমিতি কেন্দ্রীয় পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ বলেন- ‘করেনাভাইরাসে অসহায় কর্মহীনদের মাঝে কিছুটা সহযোগিতা করার লক্ষে আমাদের সদস্য ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আর্থিক সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরেছি। যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

তিনি সমাজের বিত্তবানদের এ পরিস্থিতিতে যার যার অবস্থান থেকে অসহায় হতদরিদ্রদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান।