বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

মৌলভীবাজারে অনিয়মের দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা



কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক বাজারে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে । নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি রাখা, মূল্য তালিকা না রাখা, মূল্য তালিকা থেকে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা, পাইকারি বিক্রেতার কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শুক্রবার (২৪ এপ্রিল মৌলভীবাজার শহরের পশ্চিমবাজারে অবস্থিত ঈশা ট্রেডার্সকে ৫ হাজার টাকা, ইউনিক এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, নিউ সৈয়দ মোস্তাকিম আলি ষ্টোরকে ৩ হাজার টাকা, টিসি মার্কেটে অবস্থিত দয়াল ষ্টোরকে ১০ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। জেলা গোয়েন্দা শাখা এবং জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় হাট বাজার ও দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম এর অংশ হিসাবে অভিযান পরিচালনা করেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন। এই সময় কুদরত উল্ল্যা রোড, পশ্চিমবাজার, কোর্ট রোড, টিসি মার্কেটসহ বিভিন্ন জায়গায় তদারকি করে ব্যবসায়ীদের সর্বনিম্ন লাভে পণ্য সামগ্রী বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়। খুচরা ব্যবসায়ীদের ক্রয় ভাউচারের সাথে বিক্রয়মূল্য যাচাই করা হয়। অনেক মানুষের আয় কম এবং অনেকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে উল্লেখ করে ব্যবসায়ীদেরকে সর্বনিম্ন লাভে বিক্রয় করা জন্য অনুরোধ করা হয়। তিনি বলেন- পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।