বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আলীনগরে পুলিশ কর্তৃক রাতে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন



কমলকুঁড়ি রিপোর্ট

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমন থেকে বাঁচার জন্য সকল মানুষকে গৃহবন্ধি হয়ে থাকতে হচ্ছে। কিন্তু ঘরে থাকলেও যে পেটের ক্ষুদা মিটছেনা। যারা নিম্নবিত্ত অসহায় মানুষ এমন সব  গরীব দুঃখী মানুষদের খুঁজে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) মো. আশরাফুজ্জামান ।
শনিবার (৪ এপ্রিল) রাত ১০টা ৩০ মিনিটের সময় তিনি কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানকে সাথে নিয়ে উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের শব্দকর পল্লীর অসহায় এক পঙ্গু ব্যাক্তির বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে যান। ত্রান সামগ্রী দেওয়ার পর তিনি আলীনগর চৌমুহনী বাজারের আরোও দুই নৈশপ্রহরীকে খাদ্য সামগ্রী দেন। এসময় কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো: শাহীন আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, করোনা ভাইরাস মোকাবেলায় কমলগঞ্জের মানুষদের সচেতনা সৃষ্টি এবং কেউ যাতে অনাহারে না থাকে তার জন্য এলাকায় এলাকায় গিয়ে খোঁজ খবর নিচ্ছেন কমলগঞ্জ থানা পুলিশ।