শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

নবধারা শম‌শেরনগরের উ‌দ্যো‌গ : ২য় কি‌স্তিতে ৫১ প‌রিবার‌কে তিন মাসের খাদ্য সামগ্রী প্রদান



কমলকুঁড়ি রিপোর্ট :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের নবধারা একটি ব্যতিক্রমী সংগঠন। এই সংগঠনের নেই কোন সভাপতি সম্পাদক। আবার সকল সদস্যই যেন সভাপতি সম্পাদক। তাইতো তাদের ব্যতিক্রমধর্মী কিছু সামাজিক কর্মকান্ড রয়েছে তা প্রশংসার দাবী রাখে। তাদের চিন্তাধারা অন্য কোন সংগঠনের থেকেও উত্তম বলা যায়।

বর্তমানে দেশে চলছে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব। মানুষ কর্মহীন হয়ে পড়েছে। গৃহবন্দী অবস্থায় জীবন যাপন করছে। এই কর্মহীন অসহায়, দরিদ্রদের তালিকা করে পুরো তিন মাসের এক সাথে খাদ্য সামগ্রী প্রদান করে। ২৩ এপ্রিল বৃস্পত‌িবার‌ সকাল ১১:০০ টায় বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল বা‌ছিত সড়ক‌ন্থ শামছুল হক মিন্টু এর বাসার প্রাঙ্গ‌নে ২য় কিস্তিতে ৫১ জনকে টানা তিন মাসের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এর পূর্বে গেল সোমবার ১ম কিস্তিতে ৫০ জনকে টানা তিন মাসের খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

নবধারা শমশেরনগর এর সমন্বয়ক শামছুল হক মিন্টু জানান, যুক্তরাজ্য প্রবাসী শমশেরনগরের সন্তান মো. আমিনুল ইসলাম নগদ ২ লাখ ১০ হাজার টাকা সহায়তা দিলে সংগঠনের (নবধারা শমশেরনগর) আরও আর্থিক সহায়তা মিলিয়ে অতি দরিদ্র অসহায় ৫০ পরিবার বাছাই করা হয়। বাছাইকৃত এসব পরিবারে প্রতি ১৫ দিন অন্তর ১১ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ ১ লিটার ভোজ্য তেল, ৪ কেজি আলু, ১টি সাবান, ১টি মাস্ক, কেজি লবনসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হবে। টানা ৩ মাসে তারা ৬ কিস্তিতে এসব খাদ্য সামগ্রী পাবে। মূল অর্থ সহায়তাকারী প্রবাসী মো. আমিনুল ইসলাম জানিয়েছেন পরবর্তীতে আরও কিছু দরিদ্র অসহায়দেরও এভাবে খাদ্য সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইমতিয়াজ আহমেদ বুলবুল,  শমশেরনগর পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরীসহ নবধারা সংগঠনের নেতৃবৃন্দ।