বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে মঙ্গলবার সকাল সোয়া ১১টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক, স্যানেটারি ইন্সপেক্টর, এমটিইপিআই, সহ-স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারিদের উপস্থিতিত্বে “মুজিব বর্ষের স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অরেক ধাপ” এই শ্লোগানে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ এম, মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও এমটিইপিআই আশরাফুল আলমের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মুন্না সিনহা, মেডিকেল অফিসার ডাঃ টি এইচ নিশিতা সিনহা, মেডিকেল অফিসার ডাঃ জয়দিপ পাল, এ এইচ আই (ভার:) আনজুমান আরা বেগম, এইচ এ পরিমল রায়, এইচ এ মিজানুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডাঃ এম, মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন ঢাকা পিজি হসপাতাল প্রতিষ্ঠা করার করাণে বিশেষজ্ঞ ডাক্তার তৈরী হচ্ছে। স্বাস্থ্য খাতে উনার যথেষ্ঠ অবদান আছে, স্বাস্থ্য খাত এগিয়ে যাচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কর্তব্য কাজ চালিয়ে যেতে হবে। প্রবাসী কেউ দেশে আসলে উনার নাম ঠিকানা এন্ট্রি সহ ১৪ দিনের জন্য নজরদারিতে রাখতে হবে।