শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জের মণিপুরি নট মন্ডপে ৩ দিনব্যাপী বসন্তের নাট্যপালা



কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরের মণিপুরি নটমন্ডপে তিনদিনব্যাপী বসন্তের “নাট্য পালা” অনুষ্ঠিত হবে। মণিপুরি থিয়েটারের শিল্পীরা ২৮ ফেব্রুয়ারি শুক্রবার থেকে ১ মার্চ রোববার পর্যন্ত তিন দিনে দুটি নাটক প্রদর্শনী হবে।
মণিপুরী থিয়েটার সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় ঘোড়ামারা গ্রামে মণিপুরি নট মন্ডপে প্রদর্শনী হবে “হ্যাপি ডেজ ” নাটক। পর দিন শনিবার থেকে রোববার পর্যন্ত “ ও মন পাহিয়া” নাটক প্রদর্শনী হবে। প্রতিদিন সন্ধ্যে ৬ টা ও রাত সাড়ে ৭টা কওে প্রদর্শণী হবে। টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা,৩০০ টাকা ও ৫০০ টাকা করে। অগ্রিম বুকিং করা যাবে মুঠোফোন ০১৭৩৭৭৮৮৫১৫ ও ০১৭৪২৯৭২৬২৭ নম্বরে।
বাসে বা ট্রেনে করে দেমের যে কোন জায়গা থেকে অনায়াসে শ্রীমঙ্গল বা মৌলভীবাজার আসতে পারা যাবে। সেখান থেকে খুব অল্প সময়ে পৌছে যাবেন কমলগঞ্জের ঘোড়ামারায় মণিপুরি থিয়েটারের নটমন্ডপে। বিকাল অব্দি আশে পাশে লেক চা বাগান, টিলা আর মণিপুরি ঐতিহ্য দেখতে সন্ধ্যায় নিবিড় গ্রামীণ পরিবেশে নাটক দারুন হবে।