শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

রবিবার (১২ জানুয়ারি) কমলগঞ্জে বাংলাদেশ চা- শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা : সকল প্রস্তুতি সম্পন্ন




কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ২০২০ অনুষ্ঠিত হবে। ১২ জানুয়ারি রবিবার সকাল ১১টায় উপজেলার আলীনগর চা বাগানের গানঘরে এ সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান এম. শাহ আলম, আন্তর্জাতিক শ্রম সংস্থা ইনজিজিনাস এন্ড ট্রাইবাল পিপলস প্রজেক্ট এর ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর আলেক্সসিউস চিছাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখল লাল কর্মকার।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী জানান, ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটিরকে আমন্ত্রণ করা হয়েছে। আশা করি প্রায় ৭ হাজার মানুষের সমাগম হবে।
রামভজন কৈরী কমলকুঁড়িকে জানান, চা শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া এই সভায় উপস্থাপন করা হবে। তারমধ্যে মজুরি বৃদ্ধি, ভূমি (বসতভিটা) স্থায়ীকরণসহ চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য যেহেতু সরকার কর্তৃক মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সেহেতু ভালো একটা আশ্বাস পাওয়া যাবে।