শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে বাংলাদেশ-ভারত এর যৌথ উদ্যোগে মণিপুরী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, কমলগঞ্জ শাখা ও মণিপুরী সাহিত্য পরিষদ ভারতের মেঘালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় মণিপুরী সাহিত্য সম্মেলন। শুক্রবার (২৭ ডিসেম্বর ২০১৯) উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁওস্থ মণিপুরী কালচারেল কমপ্লেক্সে সাহিত্য সম্মেলনের শুভ উদ্বোধন করেন সহকারী ভারতীয় হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি। প্রথম পর্বে অনুষ্ঠিত সেমিনার পর্বে পেপার প্রেজেন্ট করেন মেঘালয়ের মণিপুরী সাহিত্য পরিষদ সভাপতি মুনিশ নিংথৌজম, জেনারেল সেক্রেটারী ড. চিরোম কমলজিৎ, বাংলাদেশের কবি শেরাম নিরঞ্জন ও কবি অয়েকপম অঞ্জু। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, বিশগাঁও শাখার সভাপতি খোইরোম কামিনী কুমার ও ছোটধামাই শাখার সভাপতি অহৈবম রনজিত।
পরে বামসাস কমলগঞ্জ শাখার সভাপতি মাইবম বীরেন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও কবিতা পাঠের পর্বে প্রধান বক্তা ছিলেন বামসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি এ কে শেরাম। সম্মানিত অতিথি ছিলেন মণিপুরী সাহিত্য পরিষদ, মেঘালয়ের সভাপতি মুনিশ নিংথৌজম, সিলেট উদীচীর সভাপতি এনায়েত হাসান মানিক, লেখক ও গবেষক আহমদ সিরাজ, এল. জয়ন্ত কুমার সিংহ, মেঘালয়ের সাহিত্য পরিষদের সহ-সভাপতি নীলমনি সিংহ। পরে মণিপুরী লোকসংগীত পরিবেশন করে মণিপুর থেকে আগত শিল্পী ডোনা ও প্রেমজিৎ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হামোম প্রবিত, অয়েকপম অঞ্জু ও সূরচন্দ্র বাবু।