বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : দূর্নীতিবাজরা আওয়ামীলীগে ঠাঁই দেয়া হবেনা -কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন



কমলকুঁড়ি রিপোর্ট

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, দূর্নীতিবাজরা আওয়ামীলীগে ঠাঁই দেয়া হবেনা। আওয়ামীলীগ দূর্ণীতিকে প্রশ্রয় দেয় না। তাই আওয়ামীলীগ শুদ্ধি আভিযান শুরু করেছে। সেই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশকে এগিয়ে নিতে হলে সকলকে এক সাথে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুকে জানা হলে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে জানা হয়ে যাবে। মুক্তিযোদ্ধাদের আদর্শে অনুপ্রানীত হয়ে তরুন সমাজকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, বিএনপি চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে আছে। তারা দূর্নীতি ও লুটেরার দল। তাই তারা নেতৃত্ব শুণ্য হয়ে পড়েছে। তিনি শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে দীর্ঘ ১৫ বছর পর কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।


শনিবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার নদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এড. রাধাপদ দেব সজল, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমনসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনের শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন ও শোক প্রস্তাব পেশ করেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ফজলুল হক বাদশা, সদস্য সচিব মো. সিদ্দেক আলী প্রমুখ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সোয়া ৭টায় সম্মেলন উপলক্ষে আয়োজিত ২য় পর্বের কাউন্সিল অধিবেশন কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে চলছে।