শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে রিক্সা চালাতে সিএনজি চালকদের বাঁধা ॥ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ



কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর, ভাসানীগাঁও, পদ্মছড়া, ধলাইপারসহ ভানুগাছ বাজারের আশপাশের বিভিন্ন অঞ্চলে রিক্সা অটোরিক্সাকে যাত্রী নিয়ে চলাচল করতে সিএনজি চালকদের বাঁধা প্রদান করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়শতাধিক রিক্সাচালক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে রোববার বিকাল ৪টায় একটি লিখিত অভিযোগ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অভিযোগের অনুলিপি কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জকে প্রদান করা হয়েছে।
আলাপকালে রিক্সাচালক রানা বখত, কুদ্দুস মিয়া, আলকাছ মিয়া, বাবুল মিয়া জানান, আমাদের জীবীকা নির্বাহের একমাত্র মাধ্যম হচ্ছে রিক্সা/অটোরিক্সা। কিন্তু তা আজ হুমকির মুখে পড়েছে। রাস্তায় রিক্সা নিয়ে নামলেই সিএনজি চালক ও সমিতির লোক আমাদের রিক্সা থামিয়ে রিক্সায় থাকা স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদেরকে নামিয়ে দেয় এবং যাত্রী ও রিক্সাচালকদের সাথে খারাপ আচরণ করে। এ রকম আচরণের কারণ জানতে চাইলে সিএনজি চালকরা আমাদের লাঞ্চিত করে। সারাদিন যা রুজি রোজগার হয় তাহার হিসাব মালিকদের দিয়ে শুণ্য হাতেই বাড়ি ফিরতে হয়। আর এর উপর সিএনজি চালকদের লাঞ্চনা মরার উপর খাড়ার ঘা’র মতো। আমরা এর সুষ্ঠ বিচার চাই।