শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বাংলাদেশ  কমিউনিটির সাথে জনসচেতনা মূলক সেমিনার করছে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়



শেখ এনামুল হোসেন, কাতার থেকে জানান : 
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমওআই) জনসচেতনতা মূলক সেমিনার করেছে বাংলাদেশ কমিউনিটির সাথে। ১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার মদিনা খালিফা ট্রাফিক বিভাগের মিলনায়তনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে ট্র্যাফিক, ড্রাগ এনফোর্সমেন্ট, ক্যাপিটাল সিকিউরিটি, আল ফাজা, সার্চ অ্যান্ড ফলোআপ ও সাইবার ক্রাইমস, ভিসা সাপোর্ট সার্ভিস এবং কমিউনিটি পুলিশ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমওআই) বিভিন্ন বিভাগগুলি সেমিনারে অংশ নিয়ে জনসচেতনতার পরামর্শ প্রদান করেন এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যদের জন্য প্রাসঙ্গিক আইনগুলি ব্যাখ্যা করেন এবং সেমিনারে উপস্থিতির প্রশ্নের জবাবও দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ ও বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন্দ সেমিনারে উপস্থিত বাংলাদেশ কমিউনিটির উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদকে ক্রেস্ট প্রদান করা হয়।